১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ০৪:১৮:৩৭ পূর্বাহ্ন
ক্যাম্প ন্যুর বাইরে নির্মিত হবে মেসির ভাস্কর্য, চলছে নকশা তৈরির কাজ
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
ক্যাম্প ন্যুর বাইরে নির্মিত হবে মেসির ভাস্কর্য, চলছে নকশা তৈরির কাজ

বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামের বাইরে লিওনেল মেসির ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি। বৃহস্পতিবার এক বই উন্মোচন অনুষ্ঠানে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা জানান, ভাস্কর্যের নকশা তৈরির কাজ চলছে।


লাপোর্তার এ ঘোষণা এসেছে এমন সময়ে, যখন আর্জেন্টিনা দলের অনুশীলনের অংশ হিসেবে স্পেনে গিয়ে মেসি হঠাৎ ক্যাম্প ন্যু পরিদর্শন করেন। নিজের পুরোনো মাঠে ঘোরাঘুরির কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আশা করি একদিন ফিরে এসে বিদায় জানাতে পারব, যা কখনো সম্ভব হয়নি।’


মেসির এই আবেগঘন পোস্টের পর বার্সা সমর্থকদের প্রতিক্রিয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে। ক্লাবটিও নিজেদের সামাজিক মাধ্যমে মেসির ছবি পোস্ট করে জানায়, ‘তোমার ঘরে তুমি সব সময়ই স্বাগত, লিও।’


লাপোর্তা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। মেসি ও তার পরিবারের সম্মতি পাওয়ার পর চূড়ান্ত নকশা অনুমোদন করা হবে। নতুন স্টেডিয়ামে ক্লাবের অন্য কিংবদন্তিদের মতো মেসিরও ভাস্কর্য থাকলে সেটি হবে দারুণ একটি সম্মান।’


ক্যাম্প ন্যুর বাইরে বর্তমানে বার্সার কিংবদন্তি লাসলো কুবালা ও ইয়োহান ক্রুইফের ভাস্কর্য রয়েছে।


২০২১ সালে দুই দশকের ঘরোয়া ক্যারিয়ার শেষে বার্সেলোনা ছাড়েন মেসি। সে বছরই ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তার ভাস্কর্য স্থাপনের প্রস্তাব ওঠে। পরে তিনি দুই বছর পিএসজিতে খেলে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন।


এদিকে দুই বছর ধরে সংস্কারের মধ্য দিয়ে যাওয়া ক্যাম্প ন্যু চলতি মাসের তৃতীয় সপ্তাহে আংশিকভাবে খুলে দেওয়া হতে পারে। লাপোর্তা জানিয়েছেন, সংস্কার সম্পন্ন হলে মেসির জন্য বড় পরিসরের ট্রিবিউট আয়োজন করতে চায় বার্সেলোনা, যেখানে এক লাখেরও বেশি দর্শক উপস্থিত থাকতে পারবেন।


শেয়ার করুন