২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:০০:২৩ পূর্বাহ্ন
নওগাঁয় ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২২
নওগাঁয় ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত

নওগাঁয় ট্রাকের চাপায় পাঁচ শিক্ষক নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।


শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



 

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে পাঁচ শিক্ষক মারা যান।


নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ করছে। এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনায় পাঁচজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন