আফ্রিকান ফুটবলে ইতিহাস গড়লেন আশরাফ হাকিমি। পিএসজির এই মরক্কোয়ান তারকা আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে ৫২ বছরের রেকর্ড ভেঙেছেন। এর আগে কোনো ডিফেন্ডার ১৯৭৩ সালের পর এই সম্মান পাননি।
মরক্কোর রাজধানী রাবাতে বুধবার অনুষ্ঠিত ভোটে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে পেছনে ফেলেন হাকিমি।

