২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১২:৩৩:৩৭ অপরাহ্ন
কর্মকর্তার অদূরদর্শিতায় বিব্রত তাবিথ
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২৫
কর্মকর্তার অদূরদর্শিতায় বিব্রত তাবিথ

দেশের প্রথম শ্রেণির ফুটবল লিগ। স্পন্সর ছাড়াই শুরু হয়েছিল। দুই রাউন্ড শেষ হওয়ার পর তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে গতকাল। আগের দিন সন্ধ্যায় বাফুফে জানিয়ে দিল, তারা লিগের পৃষ্ঠপোষক পেয়েছে। লিগের লোগোটাও প্রকাশ করেছে। কিন্তু পর দিন, গতকাল সকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়, তারা বাফুফের সঙ্গে কোনো চুক্তি করেনি। এমন ঘোষণায় বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠলো। 


একটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেও এমন বিব্রতকর। দেশের ফুটবল পরিচালককে নিয়ে প্রশ্ন উঠতে পারে। যাকে দিয়ে এই দায়িত্ব পালন করালো, সেই কর্মকর্তা কীভাবে অদূরদর্শী, অপেশাদারের মতো কাজ করলো। দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে কাজ করতে পারছেন না বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বিব্রত। 


 


গতকাল মালয়েশিয়ান তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোনাস তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের ফুটবলের সঙ্গে তারা কোনো চুক্তি করেনি। পেট্রোনাস ঘোষণা দেয়, 'আমরা বাফুফের বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে চুক্তি হওয়ার কথা অস্বীকার করছি। এ ব্যাপারে কোনো চুক্তি হয়নি।'


বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, তারা যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন, সেটি সঠিক। তিনি বলেন, 'খবরটা যেটা এসেছে, ওটা তো মালয়েশিয়ার কোম্পানি পেট্রোনাস। ওদের ওয়েবসাইটে এসেছে, এটা ঠিক। কিন্তু ঢাকায় আমাদেরকে যে প্রতিষ্ঠান স্পন্সর করছে, তারা লোগো এবং প্রতিষ্ঠানের নাম দিয়েছে। আমরা তো এর বেশি কিছু জানি না।' 


ঢাকার প্রতিষ্ঠান আর মালয়েশিয়ার প্রতিষ্ঠান একই কি না, সেটা জানা নেই বাফুফের সভাপতির। 'আমি যেটা জানি, আমাকে স্পন্সর দিয়েছে, লোগো ও নাম দেওয়া হয়েছে। সেটাই আমি প্রকাশ করেছি। সমস্যাটা কোথায় জানি না। আমরা জানতে চেয়েছি ওরা আমাদেরকে জানাবে যে সমস্যা কোথায় হয়েছে।' একই প্রতিষ্ঠান হলে কেন পেট্রোনাস আপত্তি জানাবে? 'যখন একটা অবজেকশন বা কমপ্লেইন আসছে, এখন আমার স্পন্সরকে আবার ব্যাক করছি যে, এটা কী হলো, আমাদের আপডেট জানান। এখন আমাদের করণীয় কী সেটাও জানান, আর কী কেন হলো, সেটাও জানান। জবাবের অপেক্ষায় আছি।'


মালয়েশিয়ায় হেড কোয়ার্টার, সেখান থেকে অনুমোদন হয়ে থাকলে তারা কেন অস্বীকার করবে। তাবিথ বলেন, 'ওদের হেড অফিস অ্যাপরুভাল না দিয়ে থাকে, বা তারা যদি না জেনে থাকে, অফকোর্স তারা অস্বীকার করতে পারে এবং তারা করবে। আমরা চুক্তি করেছি, বাফুফের সঙ্গে সাইন হয়েছে।'


শেয়ার করুন