২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৫৩:৪৭ পূর্বাহ্ন
দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৫
দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে দুদক অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, ‘এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করবে। আর দুদক জানালে আমরাও ব্যবস্থা নেব।’


এর আগে বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এক চিঠিতে জানানো হয়েছে, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুদকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


দুদকের চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ রয়েছে। অনুসন্ধান শুরু করতে দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তা মহাপরিচালককে (তদন্ত ১) ২৭ নভেম্বর চিঠি দেন।


চিঠিতে অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।


শেয়ার করুন