মৌসুমি ঝড় ও টানা বর্ষণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত ১৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৮০ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান সুহারিয়ান্তো।
গত কয়েকদিনের ঝড়ো হাওয়া ও অবিরাম বৃষ্টিপাতে সুমাত্রার বহু এলাকায় বন্যা দেখা দেয়। শুক্রবার বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও সামগ্রিক আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিশেষ করে আচেহ ও পশ্চিম সুমাত্রা প্রদেশের বন্যাকবলিত বহু স্থানে এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল।
ঝড়–বৃষ্টির কারণে ৪ লাখ ৭৩ হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি বেড়ে দেড় মিটার (সাড়ে তিন ফুটের বেশি) পর্যন্ত উঠেছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজার হাজার মানুষ।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কপথ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। অনেক অঞ্চলের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা চালাতে বিমানবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন বিভিন্ন এলাকায় দ্রুত বিদ্যুৎসংযোগ পুনরুদ্ধারের কাজও চলছে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ দপ্তরের মুখপাত্র আবদুল মুহারি।
প্রবল বর্ষণের কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা থাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সতর্কতা জারি রয়েছে।

