সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি আদায়ে এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরেও বুধবার (৪ ডিসেম্বর) থেকে এ কর্মসূচি পালন করছেন সহকারি শিক্ষকরা।
চাটমোহর উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০০-রও বেশি সহকারি শিক্ষক দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন সহকারি শিক্ষক আ. মজিদ, মোতালেব হোসেন, আতিকুর রহমান, মাহবুব হোসেন, রুহুল আমিন, আলতাব হোসেন, আ. মতিন, শাহরিয়ার, শ্রাবন্তী রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। তারা হুঁশিয়ার করে বলেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ ক্লাসে যাবেন না। শোকজ নোটিশ দেওয়া হলে সারাদেশের সব সহকারি শিক্ষককে শোকজ করতে হবে বলেও মন্তব্য করেন তারা।
মানববন্ধন শেষে আন্দোলনরত শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
অন্যদিকে, সহকারি শিক্ষকদের এ আন্দোলনে ক্ষোভ প্রকাশ করেছেন বহু অভিভাবক। তারা বলেন, “শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করা কোনভাবেই সমর্থনযোগ্য নয়।”
অভিভাবকদের অভিযোগ, প্রাথমিক শিক্ষকরা বছরের অনেকদিন ছুটি পান, বাড়ির কাছেই চাকরি করেন এবং অনেকেই কোচিং বা প্রাইভেট পড়িয়ে বাড়তি আয় করেন—তারপরও আন্দোলনের কারণে শিশুদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিভাবকরা দ্রুত আন্দোলন প্রত্যাহারের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

