১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৭:৩৫ অপরাহ্ন
নোয়াখালীকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিলো রাজশাহী
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৬
নোয়াখালীকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিলো রাজশাহী

বিপিএলে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে তাদের ৪ উইকেটে হারিয়েছে শান্তর দল। তাতে নোয়াখালীকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিয়েছে রাজশাহী।


সিলেটে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই দারুণ ছাপ রাখেন ওয়াসিম। ৩৫ বলে চারটি চার ও চারটি ছক্কায় করেন ৬০ রান। তার সঙ্গে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম করেন ২১ রান। পরে রায়ান বার্ল ১৮ বলে ১৯ রানে অপরাজিত থেকে রাজশাহীর জয় নিশ্চিত করেন। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় তারা। এটি রাজশাহীর পাঁচ ম্যাচে চতুর্থ জয়।


নোয়াখালীর হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান রানা। চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন তিনি।


এই জয়ে ছয় দলের পয়েন্ট টেবিলে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী। অন্যদিকে, ছয় ম্যাচে জয়হীন নোয়াখালী তলানিতেই পড়ে রয়েছে এবং কার্যত প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেছে।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে কিছুটা উন্নতির ইঙ্গিত দেয় নোয়াখালী। আগের পাঁচ ম্যাচে ১৫০ রানের গণ্ডি পার করতে না পারা দলটি এবার ৫ উইকেটে তোলে ১৫১ রান। সৌম্য সরকার ৪৩ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। তাতে ছিল ৬টি চার ও ৩টি ছয়। এছাড়া মোহাম্মদ নবী ২৬ বলে করেন ৩৫ রান। 


নোয়াখালী ভাগ্য ফেরাতে একাদশে প্রথমবারের মতো শাহাদাত হোসেন দীপুকে সুযোগ করে দেয়। সৌম্যের সঙ্গে তিনি গড়েন ৫৭ রানের উদ্বোধনী জুটি। তবে ২৮ বলে ৩০ রান করে রিপন মন্ডলের বলে আউট হন দীপু। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বল হাতে অবদান রাখেন। নিজের একমাত্র ওভারের প্রথম বলেই মাজ সাদাকাতকে (৭) বিদায় করেন তিনি। ভালো শুরু পেলেও শেষ দিকে রানের গতি বাড়াতে ব্যর্থ হয় নোয়াখালী। 


রাজশাহীর হয়ে ২৭ রানে দুটি উইকেট নেন রিপন মন্ডল। 


শেয়ার করুন