১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ০৫:২১:৫৩ পূর্বাহ্ন
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল হোবার্ট
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৯-০১-২০২৬
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল হোবার্ট

প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে খেলতে নেমেই স্পিন জাদু দেখিয়ে চলেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৩৭ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন রিশাদ।

শুক্রবার বেলেরাইভ ওভালে টস হেরে আগে ব্যাটিং করে হোবার্ট হারিকেন্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৭৮ রান। ব্যাটিংয়ে রিশাদ নামার সুযোগ না পেলেও মিডল অর্ডারের ক্যামিও ইনিংসগুলোতে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে দলটি। মিচেল ওয়েন মাত্র ৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া রেহান আহমেদ করেন ২৯, ম্যাথু ওয়েড ২৭ এবং নিখিল চৌধুরী যোগ করেন ২৩ রান। অ্যাডিলেডের হয়ে লুক উড ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধসে পড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স। মাত্র ৮ রানেই ৪ উইকেট হারায় তারা। হোবার্টের অধিনায়ক নাথান এলিস ও রাইলি মেরেডিথ নেন দুটি করে উইকেট। এরপর বল হাতে আঘাত হানেন রিশাদ হোসেন। তার স্পিনে আরও তিনটি উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় অ্যাডিলেড।

একপ্রান্তে লড়াই চালিয়ে যান লিয়াম স্কট। ৫৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৯১ রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি। স্কট ছাড়া কেবল লুক উডই দুই অঙ্কের ঘরে পৌঁছান (১১ রান)। বাকি ব্যাটাররা মিলেই করতে পারেন মাত্র ৫০ রান।

হোবার্টের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া মেরেডিথ ও এলিস নেন দুটি করে উইকেট।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিগ ব্যাশের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। সমান ৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে পার্থ স্কচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্স।

শেয়ার করুন