১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০১:৫২:২৭ অপরাহ্ন
একটি বকা, জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল কিশোরী নিলির
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৬
একটি বকা, জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল কিশোরী নিলির

রাজধানীর বনশ্রীতে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নিলি রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১০ জানুয়ারি দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিলির বাবা-মা, ভাই ও ভাবি পারিবারিক কাজে গ্রামের বাড়ি হবিগঞ্জে অবস্থান করছিলেন। ঢাকার বাসায় বড় বোন ঝুমুর আক্তার শোভার সঙ্গে ছিল নিলি। নিলির বাবা মো. সজিবের একটি হোটেল ব্যবসা রয়েছে। হোটেল বন্ধ থাকলেও ঢাকায় অবস্থান করছিলেন হোটেলের কর্মচারী মিলন।

নিহতের ভাই শাকিল জানান, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে খাবার আনতে বাসায় যান মিলন। এত রাতে আসায় নিলি তাকে প্রশ্ন করলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন। পরে শনিবার দুপুরে খাবার আনতে এসে সুযোগ বুঝে নিলিকে গলা কেটে হত্যা করে সে।

শাকিল আরও জানান, ঘটনার সময় বড় বোন ঝুমুর আক্তার শোভা পাশের একটি জিমে গিয়েছিলেন। জিম থেকে ফিরে বাসায় ঢুকে তিনি ঘরের সবকিছু তছনছ দেখতে পান। পরে বেসিনের সিঙ্কের নিচে উপুড় হয়ে পড়ে থাকা নিলিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সময় বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, তিন ভরি রুপা এবং নগদ পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি বটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা মো. সজিব বলেন, মিলন আগে রিকশা চালাত। পরে পরিচয়ের সূত্রে তাকে হোটেলে কাজ দেন। সম্প্রতি আবার চাকরিতে যোগ দেয় সে। ঘটনার পর থেকেই মিলন পলাতক। মগবাজার থেকে তার মা ও ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‍্যাব।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঝুমুর আক্তার শোভা বাসা থেকে বের হওয়ার পর মিলনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাকে আবার বাসায় ঢুকতে এবং কিছুক্ষণ পর বেরিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের বাবা খিলগাঁও থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, ফাতেমা আক্তার নিলি পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ‘প্রীতম ভিলা’য় বসবাস করত। তার নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন