৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৪:৫২:৪৭ অপরাহ্ন
শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ফ্লাইট বাতিল
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৬
শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ফ্লাইট বাতিল

শীতকালীন ঝড়ের কবলে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে।


স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) দেশটির বিভিন্ন অঞ্চলে শক্তিশালী এই ঝড়ের কারণে ব্যাপক তুষারপাত, বরফ এবং বৃষ্টির ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশের প্রধান সড়কগুলো বিপজ্জনক বরফে বন্ধ হয়ে পড়ে, ফলে প্রচুর রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস


জাতীয় আবহাওয়া সেবা শনিবার রাতে জানিয়েছে, ব্যাপক তুষারপাত, বরফ এবং তুষারের বৃষ্টি যুক্তরাষ্ট্রের প্রায় ১৮০ মিলিয়ন মানুষকে হুমকির মধ্যে ফেলেছে। ঝড়টি দক্ষিণী রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল।


সংস্থাটি সতর্ক করে বলেছে, আরও কয়েকটি তীব্র শীতের দিন অপেক্ষা করছে।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়। শনিবারের অধিকাংশ বাতিল ফ্লাইট ছিল ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যেখানে প্রায় ১,৫০০ ফ্লাইট বাতিল হয়, এবং ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে, যেখানে ১৯০টি ফ্লাইট বাতিল হয়। এই দুটি বিমানবন্দরের অধিকাংশ সূচি বিপর্যস্ত হয়ে পড়ে।


শনিবার ও রোববার মিলিয়ে মোট ১৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। রোববারের বাতিল ফ্লাইটের সংখ্যা এখনও বাড়ছে, যা করোনা মহামারির পর থেকে কোনো একক দিনের জন্য সবচেয়ে বেশি বাতিল ফ্লাইটের রেকর্ড বলে জানিয়েছেন বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়াম।


এপির খবরে বলা হয়, ওকলাহোমা সিটির উইল রজার্স আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের সমস্ত ফ্লাইট বাতিল হয়ে যায় এবং রবিবার সকালে সমস্ত ফ্লাইটও বাতিল করা হয়। কর্মকর্তারা রবিবার দুপুরে বিমান চলাচল পুনরায় শুরু করার পরিকল্পনা করেছেন।


ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, যা একটি বড় হাব, শনিবার ৭০০টিরও বেশি প্রস্থানকারী ফ্লাইট বাতিল হয় এবং প্রায় সমান সংখ্যক আগত ফ্লাইটও বাতিল হয়। শিকাগো, আটলান্টা, ন্যাশভিল এবং নর্থ ক্যারোলিনার শার্লট বিমানবন্দরগুলোতেও ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়।


শনিবার বিকালের মধ্যে, রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর থেকে রোববারের প্রায় সমস্ত প্রস্থানকারী ফ্লাইট বাতিল হয়ে গিয়েছিল।


শেয়ার করুন