২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৫:১৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের সম্ভাবনা
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২২
বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের সম্ভাবনা

আজ রোববার। রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। তবে মেঘলা আকাশ ভেদ করে মাঝে মাঝে রোদের দেখা মিললেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। এর মধ্যে আবার দেখা দিয়েছে লঘুচাপের সম্ভাবনা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এর সঙ্গে আজকের বৃষ্টির কোনো যোগসূত্র নেই।

সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সারা দিন। বিকালের দিকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয়। সে জন্য দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মনোয়ার হোসেন আরও বলেন, আগামী মঙ্গলবারের দিকে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। সেটি নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই বলা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের আজ বেলা ১১টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানীতে বৃষ্টিপাত ছিল সামান্য।

শেয়ার করুন