২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৪:৪৮ অপরাহ্ন
অপরাধ করলে পুলিশসহ কাউকে ছাড় দেয়া হবে না কঠোর হুসিয়ারি রাজশাহীর এসপির
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
অপরাধ করলে পুলিশসহ কাউকে ছাড় দেয়া হবে না কঠোর হুসিয়ারি রাজশাহীর এসপির

অপরাধ দমনে কঠোর হুসিয়ারি দিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ডিজিটাল অপরাধ হ্যাকিং ও সাম্প্রদয়িকতা বিরোধী বিট পুলিশিং এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে রাজশাহী পুলিশ সুপার, এবি এম মাসুদ হোসেন বিপিএম(বার) বলেছেন, শুধু অপরাধীরাই নয়, অপরাধ করলে পুলিশকেও ছাড় দেওয়া হবেনা।

পুলিশের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে তিমনিভাবে অন্য সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে পুলিশ জবাবদিহি নিশ্চিত করবে, অপরাধ দমনে ভালো কাজ করবে। আমরা চাইনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকুক, ভেজাল গুড় তৈরির কারখানা থাকুক।

সুনিদিষ্ট তথ্যর ভিত্তিতে মাদকের গড ফাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে,তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্যায় ভাবে মিথ্যা অভিযোগ করবেন এটাও হবেনা। এর দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।

পুলিশের সেবা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন,মাদকের চাহিদা আছে বলেই মাদক কমেনা। মাদকের চাহিদা কমানোর জন্য জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি কমিউনিটি পুলিশিং এর সদস্য, সমাজ সেবকসহ সকল স্তরের মানুষের কাছে তথ্য দিয়ে সহযোগিতা চান। যে জনগনের জন্য আমরা বেতন পায়,তাদের সেবা নিশ্চিত করবে পুলিশ। পুলিশের সেবা নিতে কোন দালাল না ধরার করার কথাও বলেছেন পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম(বার)। সামাজিক সম্প্রীতি বজায় রেখে পূঁজা উদযাপনে সকলের সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার।

বৃহসপ্রতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাঘা থানার আয়োজনে বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যকালে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী-শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ ডিজিটাল অপরাধ হ্যাকিং ও সাম্প্রদয়িকতা বিরোধী সকল অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে পুলিশ। সমাজ থেকে অপরাধ দমন ও নিরাপদে থাকার জন্য পুলিশকে সহযোগিতার আহ্বান জানান ওসি।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম বাবুল,অধ্যক্ষ নছিম উদ্দীন, ইসলামী ফাউন্ডেশন, বাঘা উপজেলার ফিল্ড সুপারভাইজার তাহফিকুর রহমান, পূজা উদযাপন কমিটির বাঘা উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু পান্ডে, উপজেলা মহিলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ফাতেমা মাসুম লতা, বাঘা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, ,মোঃ নূরুজ্জামান। পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ শাহেদুজ্জামান, গীতা পাঠ করেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, অপূর্ব কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (রাজশাহী) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ স্থানিয় জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

শেয়ার করুন