০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৬:৫৯ অপরাহ্ন
রাজশাহীর বাগমারায় নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারায় নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২২
রাজশাহীর বাগমারায় নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীর বাগমারায় ফকিরানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শ্রাবণ মোল্লা (১৫) নামে ওই স্কুল ছাত্রের লাশ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় নিখোঁজের ৩০ ঘন্টা পর প্রায় ১ কিলোমিটার দূরে নদীতে ভেসে উঠেছে ওই ছাত্রের লাশ। গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের সূর্য্যপাড়া-দেউলিয়ার বেলী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ খেলতে গিয়ে শ্রাবণ মোল্লা নিখোঁজ হয়েছিল।

নিখোঁজের পর থেকে দীর্ঘ সময় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। কোন সন্ধান না পাওয়ায় শেষ হয় সেই অভিযান। অবশেষে গোপালপুর-সাদোপাড়া গ্রামের মাঝের নদীতে নিখোঁজ ওই স্কুল ছাত্রের লাশ পাওয়া যায়। সে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। শ্রাবণ মোল্লা সুর্য্যপাড়া মহল্লার বাসিন্দা মাসুদুর রহমানের এক মাত্র ছেলে।

লাশ উদ্ধারের পর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায়।

বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় লাশ উদ্ধারে বিঘ্ন ঘটে। যেহেতু ২৪ ঘন্টার পার হওয়ায় কারনে নিহতের লাশ ভেসে উঠেছে।

এ ঘটনায় বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, রবিবার সন্ধ্যায় নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ পাওয়া গেছে।

শেয়ার করুন