রাজশাহী জেলা পরিষদ নির্বাচন পুঠিয়ায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ওয়ার্ডে সদস্য পদে আসাদুজ্জামান মাসুদ নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে পুঠিয়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবিএম ছানোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি আরো জানান, চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান (মোটারসাইকেল) প্রতীক নিয়ে ৪৯ ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে, মোঃ আসাদুজ্জামান মাসুদ (টিউবওয়েল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৭ ও শরিফুল ইসলাম টিপু (তালা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৫ এবং মোহাম্মাদ মাইনুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে ০২ ভোট পেয়েছেন।
এছাড়াও এ উজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে জয় জয়ন্তী সরকার (হরিণ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮, মোছাঃ মর্জিনা বেগম সরি (টেবিল ঘটি) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৫ এবং মোসাঃ সাজেদা বেগম (দোয়াত-কলম) প্রতীক নিয়ে ৩১ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে দুপুর ২ টা পর্যন্ত। পুঠিয়ায় ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।