২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩৮:২৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২২
যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে।স্থানীয় সময় রোববার রাতে আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারী।

মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে ওই হামলাকারীও রয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।খবর বিবিসির।

বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস স্কুলে প্রবেশ করে এ হামলা চালায়।হামলার মাঝখানে বন্দুকটির গুলি আটকে গেলে বেশি মানুষকে হত্যা করতে পারেনি।

হামলার ঘটনার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

সেন্ট লুইস পাবলিক স্কুল বলছে, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ সক্ষম হয়েছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানায়, স্কুলেই এক মেয়ে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়। অপর এক নারী হাসপাতালে নেওয়ার পর মারা যান।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আহত ৭ জনের মধ্যে তিনজন মেয়ে ও চারজন ছেলে। তাদের অবস্থাও গুরুতর।

শেয়ার করুন