০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৯:২৩ অপরাহ্ন
বাঘায় ১২ লক্ষ টাকার ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২২
বাঘায় ১২ লক্ষ টাকার ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

 রাজশাহীর বাঘায় আলাইপুর মন্ডলপাড়া এলাকার নবাব আলী (৪৫) নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে আমাদানি নিষিদ্ধ বারো লক্ষ টাকা মূল্যের ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবাব আলী খলিল মন্ডলের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার (২৯-১০-২০২২) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৮ অক্টোবর) নবাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির শয়ন কক্ষের ঘাটের নিচে থেকে দুটি বস্তায় রাখা ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় নগদ ১৫ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রতি বোতল ফেনসিডিলের দাম অবধৈ বাজার মূল্য ৩ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ হোসেন।

শেয়ার করুন