২৭ জুলাই ২০২৪, শনিবার, ০২:৩২:৪৮ অপরাহ্ন
বলসোনারোকে হারিয়ে জয়ী লুলা
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২২
বলসোনারোকে হারিয়ে জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে হারিয়ে তিনিই হতে চলেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

শেষ ধাপের ভোট গণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট, আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছিলেন।

বলসোনারোর সমালোচকরা তার বিরদ্ধে করোনা মহামারির সময় অব্যবস্থাপনা এবং আমাজন বন উজাড় করার বিষয়ে কথা বলে আসছেন।

লুলা দা সিলভা ও বলসোনারো দুজন দুই মেরুর রাজনীতিবিদ হিসেবে পরিচিত। লুলা দা সিলভা বামপন্থি রাজনীতিবিদ আর বলসোনারোকে কট্টর ডানপন্থি বলে মনে করা হয়।

বলসোনারো আগে সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন। ব্রাজিলের দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা চলছিল।

শেয়ার করুন