২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:১০:০৬ অপরাহ্ন
শাহরুখের জন্মদিন ঘিরে গভীর রাতে মান্নাতে ভক্তদের ভিড়
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২২
শাহরুখের জন্মদিন ঘিরে গভীর রাতে মান্নাতে ভক্তদের ভিড়

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ। গতরাতেই কিং খানের বাড়ির সামনে ভিড় হাজার হাজার ভক্তের। ইচ্ছা— শাহরুখকে এক নজর দেখবেন এবং চিৎকার করে বলবেন 'উই লাভ শাহরুখ'। সব মিলিয়ে সাগরপাড়ের মায়ানগরীতে মঙ্গলবার রাত থেকেই উৎসবের আমেজ।

এদিকে জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের 'পাঠান' সিনেমার টিজার। চমক হিসেবে আরও রয়েছে রুপালি পর্দায় ফের দেখা যাবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। 

যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনের উপহার এটি।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। প্রায় ২৭ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় সিনেমাটি। আজ ভারতের বেশ কিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দেখানো হবে ছবি।

‘জিরো’র (২০১৮) ব্যর্থতার পর নিজেকে বড়পর্দা থেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়েই কামব্যাক করবেন তিনি। এতে গুপ্তচরের ভূমিকায় থাকবেন কিং খান। প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। 

খলচরিত্রে থাকবেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এ সিনেমাতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।

শেয়ার করুন