২০ মে ২০২৫, মঙ্গলবার, ১০:১৯:৪৩ অপরাহ্ন
ধানকাটার শ্রমিককে নৃশংসভাবে হত্যা
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
ধানকাটার শ্রমিককে নৃশংসভাবে হত্যা

যশোরের বাঘারপাড়ায় চোখ উপড়ে ও পুরুষাঙ্গ কেটে নকিম উদ্দিন (৬০) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে। 

রোববার দিবাগত রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত নকিম উদ্দিন বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লার ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধানকাটার জন্য তিনজন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন বেনজির আহম্মেদ। এর মধ্যে একজন রোববার বিকালে চলে যান। বাকি দুজন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে বেনজিরের বাড়ির এক কক্ষে ঘুমিয়ে পড়েন। 

সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে মালিক (বেনজির) ঘরের দরজায় গিয়ে দেখতে পান দরজা খোলা। ঘরের ভেতরে গিয়ে দেখেন চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় নকিম উদ্দিন পড়ে আছেন। অপরজন পালিয়ে গেছেন।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিকে ধরার জন্য অভিযান চলছে।

শেয়ার করুন