২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:০৮:০১ পূর্বাহ্ন
নওগাঁয় উজ্জল হত্যাকান্ডে ১০ জনের যাবজ্জীবন
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২২
নওগাঁয় উজ্জল হত্যাকান্ডে ১০ জনের যাবজ্জীবন

নওগাঁর বদলগাছীতে কৃষক উজ্জল হত্যা মামলায় ১০ আসামীকে যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত।  একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া  হয়েছে।

দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বদলগাছী উপজেলার বাসিন্দা বজলীর ছেলে কামরুজ্জামান, ওয়াহেদ আলী, সামসুজ্জামান বাবলু, রকেট, ডাবলু, ছাত্তারের ছেলে হামিদ ও এনামূল, এমদাদুলের ছেলে মোশারফ, খাজামুদ্দিনের ছেলে বজলী ও এমদাদুল।

জানা গেছে, আসামীরা ২০১৩ সালে নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা কৃষক উজ্জলকে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে হত্যা করে।

ঘটনার পর তার চাচা মাজাহারুল দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ ১৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী, স্বাক্ষি প্রমাণ গ্রহণ ও পর্যালোচনা করে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ আদেশ দেন।

১৩ আসামীর মধ্যে ৩ জনকে খালাস দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্ত ১০ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে এই  রায়ে বাদি ও সরকারী কৌশলী সন্তুষ্ট হলেও আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করার কথা জানিয়েছেন।

শেয়ার করুন