১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন
পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস

সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা ও পথ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে জেলার পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। একই সাথে অনুষ্ঠান পালন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী। অনুষ্ঠানে জয়িতাদের ফুলের মালা দিয়ে বরণ করে সম্মাননা স্নারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ভারপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর এসোসিয়েড অফিসার মেছাঃ লাইলা খাতুন সহ অনেকে।

শেয়ার করুন