২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ০৪:৪২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
২০ লাখ টাকা ঋণ পরিশোধে এ কী কাণ্ড যুবকের!
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২২
২০ লাখ টাকা ঋণ পরিশোধে এ কী কাণ্ড যুবকের!

২০ লাখ ঋণের টাকা শোধ করার জন্য এক যুবক তার ধনী বন্ধুকে অপহরণ করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। 

এ ঘটনায় অভিযুক্ত সর্বেশ পটেলকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের শিকার ওই যুবকের নাম বাসু সিংহ। তিনি শিল্পপতির ছেলে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে গেম খেলার নেশায় আসক্ত ছিলেন সর্বেশ পটেল। এজন্য লাখ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু তা শোধ করতে পারছিলেন না। এরপর তার ধনী বন্ধু বাসুকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা আদায়ের পরিকল্পনা করেন।

সে অনুযায়ী বন্ধুকে অপহরণ করে আটকে রাখেন। ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বন্ধুর শিল্পপতি বাবাকে ফোন করে সর্বেশ হুমকি দেন। মুক্তিপণের টাকা না পেলে তার ছেলেকে মেরে ফেলা হবে। হুমকি পেয়ে পুলিশের কাছে যান ওই শিল্পপতি। 

পরে পুলিশ অভিযান চালিয়ে সর্বেশকে গ্রেফতার করে। আর অপহৃত যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

জিজ্ঞাসাবাদে সর্বেশ অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, অনলাইনে গেম খেলতে গিয়ে অনেক টাকা তিনি খুইয়েছেন। অনেক টাকা ঋণ হয়েছে। ঋণ পরিশোধের জন্য কোনো উপায় পাচ্ছিলেন না। পরে ধনী পরিবারের বন্ধুকে অপহরণ করেন। 

এ ঘটনার সঙ্গে আরও দুজন জড়িত। তাদের গ্রেফতারে খুঁজছে পুলিশ। 

শেয়ার করুন