২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:৪৩:৩৪ পূর্বাহ্ন
পবায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক কর্মশালা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২২
পবায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক কর্মশালা

রাজশাহীর পবায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএন জহুরুল ইসলাম।

বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক, সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার মো. মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শিরিনা মাহবুবা, বাঁচার আশা সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, পুরোহিত সাধন কুমার মালাকার, উপজেলা মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম গোলাম মওলা, সমবায় অফিসার সুলতানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার।

আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনসহ স্থানীয় সুশীল সমাজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, সংখ্যা লঘু জনগোষ্ঠীর প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ বিষয়ে কর্মশালায় ব্যাপক আলোচনা করা হয়।

শেয়ার করুন