০২ এপ্রিল ২০২৩, রবিবার, ০৮:৫০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণ মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি আরজু চারঘাটে মাদকের টাকার জন্য যুবককে অপহরণ, ভারতের মাদক কারবারিদের মহান স্বাধীনতা দিবস আজ রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩৯ রানেই ফিরে গেলেন দুই ওপেনার
  • আপডেট করা হয়েছে : ২২-৬-২০২২
৩৯ রানেই ফিরে গেলেন দুই ওপেনার

সূচনাটা ভালোই ছিল বাংলাদেশের। দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশ ধীরে ধীরে রানের চাকা বাড়িয়ে চলছিল। কিন্তু ১৫তম ওভারে এসেই ছন্দপতন ঘটল। কুলদিপ যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া জয়দেব উনাদকাটের বলে ক্যাচ তুলে দেন জাকির হাসান। তার ক্যাচটি তালুবন্দি করেন লোকেশ রাহুল।

আউট হওয়ার আগে জাকির করেছিলেন ১৫ রান। এর আগে দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলেছিলেন জাকির। মোহাম্মদ সিরাজ সেই ক্যাচ মিস করেন।

পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে যান নাজমুল হোসেন শান্ত। যদিও এই আউটটি ছিল বিতর্কিত। বাইরে চলে যাওয়া বল প্যাড দিয়ে ঠেকান শান্ত। বলটা ছিল স্টাম্পের অনেক বাইরে। তবু জোরালো আবেদন করেন অশ্বিন। তার জোরালো আবেদনের মুখে আঙুল তুলে দেন আম্পায়ার শরফুদ্দৌলা।

রিভিউ নেওয়ার পর দেখা যায় বলটি অফস্টাম্প হয়তো আলতো টাচ করে যেত। কিংবা স্টাম্প মিসও করতে পারত। তবু ফিল্ড আম্পায়ার আউট দেওয়ার কারণে টিভি আম্পায়ারও সেটিকে আউটই ঘোষণা করেন। ২৪ রান করে ফিরে যান শান্ত।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ছিল ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৯। ১৪ রানে ব্যাট করছেন মুমিনুল হক এবং তার সঙ্গী সাকিব আল হাসান ১৫।

শেয়ার করুন