২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৪:১৪:৫৬ পূর্বাহ্ন
সৌম্যকে ফর্মে ফেরার উপায় বললেন শান্ত
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৪
সৌম্যকে ফর্মে ফেরার উপায় বললেন শান্ত

এই ভালো, এই খারাপ—সৌম্য সরকারের অবস্থাটা যেন এমনই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ৯ বছর পেরিয়ে গেছে। অথচ অফফর্মে তাঁকে ভুগতে দেখা যায় প্রায়ই। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারকে ফর্মে ফেরার টোটকাই দিয়ে রাখলেন নাজমুল হোসেন শান্ত। 


ওপেনিং ব্যাটার হিসেবে সৌম্য ক্যারিয়ার শুরু করলেও তাঁর ব্যাটিং পজিশন নিয়ে নাড়াচড়া হয়েছে বারবার। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সাতটি ভিন্ন পজিশনে। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে ফিনিশারের দায়িত্বও দেওয়া হয়। অনভ্যস্ত পজিশনে ব্যাটিং করায় খেই হারিয়েছেন অনেকবার। যার মধ্যে ২০২২ এর নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ যেন এক রকম হারিয়ে ফেলেন তিনি। দশ মাস পর ২০২৩ এর সেপ্টেম্বর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। জায়গা হারিয়েছেন ওয়ানডে বিশ্বকাপের দল থেকে। 


বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পান সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে খেলেন ১৬৯ রানের ইনিংস। এরপর তিনি ওপেনিংয়ে সুযোগ পাচ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বলার মতো কিছুই করতে পারেননি। যার মধ্যে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫০ রানের গন্ডিও পেরোতে পারেননি। একই প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সৌম্যর ধারাবাহিকতার ঘাটতি নিয়ে জিজ্ঞেস করা হলে শান্তর ভাষ্য, ‘গত সিরিজে ওয়ানডেতে অনেকদিন পর ফিরল। তিনটা ম্যাচ খেলল, তার ভেতরে একটাতে বড় ইনিংস খেলল। ধারাবাহিকতা সবারই প্রয়োজন আছে। আলাদাভাবে সৌম্যের একার প্রয়োজন সেটা বলব না। প্রত্যেক ব্যাটারকে এই জায়গায় উন্নতির দরকার আছে। সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে। গত সিরিজে যদি চিন্তা করা যায় ওরকম কন্ডিশনে ওরকম একটা ইনিংস খেলা অবশ্যই আমাদের দলের জন্য অনেক বড় ব্যাপার। আশা করি, ও যদি সুযোগ পায় ওর যে জায়গায়, ওখানে ব্যাট করলে ভালো করবে।’ 

 

ব্যাটিংয়ে যেমনই হোক, সৌম্যর দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা যে সবারই জানা। দুর্দান্ত ক্যাচে তাক লাগিয়ে দেন প্রায়ই। কয়েক দিন আগে শেষ হওয়া লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ক্যাচ ধরেছেন। পাশাপাশি খন্ডকালীন বোলার হিসেবে ডান হাতে পেস বোলিং করে থাকেন তিনি। শান্তর চাওয়া, তিন বিভাগেই যেন দুর্দান্ত পারফরম্যান্স করেন সৌম্য। শান্ত বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু মিলিয়ে ওর কাছ থেকে শতভাগ পেতে চাই।’


শেয়ার করুন