২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:৫১:২৬ অপরাহ্ন
আজীবন নিষিদ্ধ হলেন বডিবিল্ডার জাহিদ
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২২
আজীবন নিষিদ্ধ হলেন বডিবিল্ডার জাহিদ

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর পুরস্কারে লাথি দিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। আর তার পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় ১১ সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। তবে বিচারকদের রায়ে সন্তুষ্ট ছিলেন না তিনি।

আর মঞ্চেই সেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন এই বডি বিল্ডার। মঞ্চ থেকে নেমেই পুরস্কারে লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যায়। পরে জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন।

এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, তার (জাহিদ) এমন কর্মকাণ্ডে অডিটোরিয়ামের অন্য শরীরগঠনবিদরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তাই শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাঈম জানান, ফেসবুকের ভিডিওগুলো আমি দেখেছি। কিন্তু সমালোচনা করার আগে সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক বিচারকও ছিলেন।

শেয়ার করুন