২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:১৩:১৬ অপরাহ্ন
ক্রিকেটারদের মনের ক্লাস নিতে আবারও হাথুরুর বন্ধুকে আনছে বিসিবি
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৪
ক্রিকেটারদের মনের ক্লাস নিতে আবারও হাথুরুর বন্ধুকে আনছে বিসিবি

লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরে দল নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত পরশু বিপিএল ম্যাচ চলার সময়ে বসলেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলের সঙ্গে। নতুন নির্বাচক প্যানেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু আগামী ১ মার্চ।


দুই মাস বিরতির পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি শুরু হচ্ছে বাংলাদেশ দলের। আগামী পরশু মিরপুরে শুরু শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। প্রথম দিন তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের মানসিক দৃঢ়তার ক্লাস নেওয়ার কথা এক মনোবিদের। জানা গেছে, হাথুরুর পুরোনো বন্ধু অস্ট্রেলিয়ান মনোবিদ ড. ফিল জোন্সি আসছেন এবারও। ওয়ানডে বিশ্বকাপের মতোই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল।


গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগেও ফিল জোন্সি আর অ্যালেন ব্রাউন ক্লাস নিয়েছিলেন বাংলাদেশ দলের। ইতিবাচক চিন্তা, ব্যাটিংয়ের সময় কী করতে হবে, ব্যাটিংয়ের সময় ভালো করতে হলে কী করতে হবে, মাঠে থাকাকালীন অবস্থায় আচরণ কেমন হতে পারে, আবার বোলিংয়ের সময় বোলারের আচরণ কেমন হবে, স্নায়ু চাপ কীভাবে সামলাতে হবে—এসব দীক্ষাই দিয়েছিলেন তাঁরা।


মনোবিদের প্রয়োজনীয়তা নিয়ে গত জুনে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেছিলেন, ‘যদি মনে করেন, আপনি বেশ কঠোর মানসিকতার? সম্ভবত না। অনেক ক্ষেত্রে আমরা জানিও না যে আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি। কাউকে বোঝা এত সহজ নয়। আপনাকে বুঝতে হবে, বিভিন্ন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সে কারণেই দুজন মনোবিদ আনা হয়েছে। সব দেশেই এখন দলের সঙ্গে পূর্ণাঙ্গ মেয়াদের একজন মানসিক স্বাস্থ্যের কোচ রাখা হয়।’


তবে বিশ্বকাপে বাংলাদেশ মানসিকভাবে খুব একটা শক্ত থাকতে পারেনি। নানা আলোচনা-সমালোচনায় একেবারে ভেঙে পড়ে দলটি। শেষ দিকে হাথুরু নিজেই স্বীকার করে বলেছিলেন, ‘স্কিল কোথাও যায়নি, শুধু এ কথা-ও কথা আমাদের কানে এসেছে। বিপুল প্রত্যাশা নিয়ে আমরা নিজেদের ডুবিয়েছি।’ হতাশায় ডুবিয়ে মনোবিদের ক্লাস যেন নিরর্থকই প্রমাণ করেছিলেন শান্তরা। বিশ্বকাপে মাত্র ২টি ম্যাচ জিতেছিলেন তাঁরা। হেরেছিল নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। দেশের সফলতম কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন তাঁর বই ‘সালাহ উদ্দীন মাস্টার ক্লাসে’ তাই লিখেছেন, ‘মানসিক দৃঢ়তা সব সময় কাজ করে না। সবকিছু হচ্ছে নিজের মধ্যে। যার জ্ঞান-বুদ্ধি যত ধারালো, সে ভালো করার সম্ভাবনা সব সময় থাকে।’ উদাহরণ হিসেবে সালাহ উদ্দীন টেনেছেন সাকিব আল হাসানকে।


মনোবিদে শান্তদের কতটা উপকার, সেটি নিয়ে যত প্রশ্নই থাক, আগামী পরশু প্রথম দিন মনোবিদের ক্লাস দিয়েই শুরু হওয়ার কথা শান্তদের শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মিরপুরে অনুশীলন। ২৯ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল যাবে সিলেটে। বিপিএলের ম্যাচ থাকায় মিরপুরের ক্যাম্পে সব ক্রিকেটারকে পাওয়া যাবে না একসঙ্গে।


শেয়ার করুন