২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৮:০৪ অপরাহ্ন
গাইবান্ধার ভোটে ২ ঘণ্টায় কোনো অনিয়ম খুঁজে পায়নি ইসি
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৩
গাইবান্ধার ভোটে ২ ঘণ্টায় কোনো অনিয়ম খুঁজে পায়নি ইসি

বন্ধ হয়ে যাওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন হচ্ছে আজ। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়মের দেখা পায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা থেকে সিসি ক্যামেরায় ভোটের দৃশ্য দেখছে কমিশন।

কনকনে শীতের মধ্যে এ নির্বাচনি এলাকার ১৪৫টি কেন্দ্রে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চলছে, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। 

ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সকাল ১০টার পর জানিয়েছেন, মোট ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের পঞ্চম তলায় ইসির নিয়ন্ত্রণ কক্ষে সকাল ৮টা থেকেই সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ চলছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদ সুলতানা ও আনিছুর রহমান সেখানে আছেন। প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।

ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসনে ভোটার মোট ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

নির্বাচনি এলাকার ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএমে ভোট হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় নয়টি কেন্দ্রে ইভিএম ও সিসিটিভি চালানো হচ্ছে জেনারেটরের মাধ্যমে।

শীতের মধ্যে দিনের শুরুতে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। বেলা বাড়লে ভোটার বাড়ার আশায় আছেন ভোটগ্রহণ কর্মকর্তারা।


শেয়ার করুন