২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
প্রধানমন্ত্রী জাপান সফরে যেতে পারেন এপ্রিলে
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
প্রধানমন্ত্রী জাপান সফরে যেতে পারেন এপ্রিলে

প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর চলতি বছরের এপ্রিলে হতে পারে বলে জানিয়েছে সরকারপ্রধানের কার্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎকালে এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল, তবে সে সময় দেশটির রাজনৈতিক পরিস্থিতি অস্থীতিশীল থাকায় সফরটি স্থগিত করা হয়।

শেয়ার করুন