২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৮:২৬ অপরাহ্ন
মেক্সিকোতে হ্যারিকেন আগাথার তাণ্ডব, নিহত ১০
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
মেক্সিকোতে হ্যারিকেন আগাথার তাণ্ডব, নিহত ১০

হ্যারিকেন আগাথার তাণ্ডবে মেক্সিকোতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এখনো পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন। 

মূলত উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে হ্যারিকেন আগাথার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত এবং এর জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ১৯৪৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে মে মাসে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন ছিল আগাথা।

শেয়ার করুন