১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৬:৪৭:৫৯ পূর্বাহ্ন
বদলগাছীতে অপারেশান ডেভিল্স হান্টস কার্যক্রমে কঠোর অবস্তান ওসির।
  • আপডেট করা হয়েছে : ১০-০২-২০২৫
বদলগাছীতে অপারেশান ডেভিল্স হান্টস কার্যক্রমে কঠোর অবস্তান ওসির।

 নওগাঁর বদলগাছীতে অপারেশান ডেভিল্স হান্টস এর কার্যক্রমে  কঠোরভাবে অবস্থান নিয়েছে বদলগাছী থানার অফিসার ইনচার্জ। 

৫ আগষ্ট ছাত্র জনতার কঠিনতম আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। ৮ আগষ্ট সপথ গ্রহন করেন অন্তর্বর্তীকালীন সরকার। 


অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পার হলেও দেশের আইন শৃংখলার তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ১৬ বৎসরে হাসিনা সরকারের দমন-পীড়ন নীতি, গনতন্ত্র নির্বাসন, গুম খুন, বিভিন্ন কারনে কোন মানুষই দাবী নিয়ে মাঠে নামতে পারে নি। ফলে পুঞ্জিভূত দাবী নিয়ে রাজ পথে নেমেছে সাধারণ  মানুষ। অবরোধ হয়েছে রাস্তা ঘাট, বন্ধ হয়েছে যান চলাচল,দুর্ভোগ বেড়েছে মানুষের। দেশের এই ক্রান্তিলগ্নে সব দাবী দাওয়ার আন্দোলনে সক্রীয় ভাবে ইন্ধন যোগানো শুরু করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। কোন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা থাকলেও আইন শৃংখলার তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারে নি এ সরকার। দেরীতে হলেও শেষ পর্যন্ত  সরকারকে অপারেশান ডেভিল্স হান্টস কার্যক্রম হাতে নিতে বাধ্য হতে হলো। 


এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে এ পর্যন্ত ১৩০০ সয়তানকে আটক করা হয়েছে। এবিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ শাহজাহান আলী কঠোর অবস্তানে রয়েছে। সব সরকারের আমলেই এরকম কার্যক্রম  চালানো  হয় কিন্ত তেমন কোন ভাল ফল পাওয়া যায় নি। এবারের সয়তান স্বীকার করার পর দেশের কতটা গুরুত্বপূর্ণ উন্নতি হবে তা দেখার পালায় আছেন  সাধারন মানুষেরা। এবিষয়ে বদলগাছী থানা অফিসার ইন চার্জ শাহজাহান আলী বলেন এই কার্যক্রের আওতায় ৪ জনকে আটক করে কোর্টে প্রেরুন করতে সক্ষম হয়েছি। অপারেশন চলছে এবং চলবে।

শেয়ার করুন