আফিফ হোসেন ও উসমান খানে জোড়া ফিফটিতে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ১৫৬ রান।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নবম আসরের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম।
এদিন টস জিতে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেই মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চট্টগ্রাম। দলকে খেলায় ফেরাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন উসমান খান ও আফিফ হোসেন।
তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৮ রানের জুটি গড়েন আফিফ-উসমান। ৪১ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেরেন চট্টগ্রামের পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান।
এরপর চতুর্থ উইকেটে শুভাগত হোমকে সঙ্গে নিয়ে ২১ বলে ২৩ রানের জুটি গড়েন আফিফ। ৩ উইকেটে ১২৯ রান করা চট্টগ্রাম এরপর মাত্র ২৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারায়।
একের এক এক উইকেট পতনের কারণে শেষ দিকে প্রত্যাশিত রান করতে পারেনি চট্টগ্রাম। ১০ বলে ১২ রানে রান আউট শুভাগত।
৪৯ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৬ রান করেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন।
ইনিংসের একিবারে শেষ দিকে ৯ বলে ২ ছক্কা আর এক চারে ২১ রানের দানবীয় ইনিংস খেলায় ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি পায় চট্টগ্রাম। দলের ৫জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।