০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৪:৫৩ অপরাহ্ন
জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে কিয়েভ যাচ্ছেন মেলোনি
  • আপডেট করা হয়েছে : ২০-০২-২০২৩
জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে কিয়েভ যাচ্ছেন মেলোনি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে কিয়েভ যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার দেশটির এক রাজনৈতিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মেলোনি। তিনি ইউক্রেনের পক্ষে। মেলোনি বলেছেন, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের এক বছর পূর্তির আগে কিয়েভ সফরের পরিকল্পনা রয়েছে তার।

ক্ষমতাসীন ডানপন্থী জোটে বিভক্তি এবং জনমতে ভিন্নতা থাকার পরও ইউক্রেনের একজন দৃঢ় সমর্থক মেলোনি।

মেলোনির ক্ষমতাসীন জোট ফরজা ইতালিয়া দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি গত সপ্তাহে বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী থাকলে জেলেনস্কির সঙ্গে বৈঠক করতেন না। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করেছেন।

সম্প্রতি ইউক্রেনকে একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আলোচনা চূড়ান্ত করেছে ইতালি।

শেয়ার করুন