২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন
দুর্দান্ত পারফরম্যান্সে সুখবর সাকিবের
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৩
দুর্দান্ত পারফরম্যান্সে সুখবর সাকিবের

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। 

ব্যাট হাতে দুই ফিফটিতে সিরিজে দ্বিতীয় (১৪১) সর্বোচ্চ রান, আর বল হাতে তৃতীয় সর্বোচ্চ (৬) উইকেট শিকার করে আইসিসির সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদে বড় লাফ সাকিবের। 

সাকিব আগে থেকেই আইসিসির অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। সেখানে তার উন্নতির তেমন সুযোগ নেই। 

তবে বোলার ও ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তার উন্নতির বেশ সুযোগ রয়েছে। 

তৃতীয় ওয়ানডেতে দলের জয়ে ৭১ বলে ৭৫ রান, তার আগের ম্যাচে ৬৯ বলে ৫৮ রান করেন সাকিব। পরপর দুই ম্যাচে ফিফটির সুবাদে ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আর বল হাতে ৬ উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে সাকিব আছেন পাঁচ নম্বর পজিশনে।

শেয়ার করুন