২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩৯:৪৭ অপরাহ্ন
পাকিস্তানে হামলায় ইমাম-পিটিআই নেতাসহ নিহত ৯
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২৩
পাকিস্তানে হামলায় ইমাম-পিটিআই নেতাসহ নিহত ৯

পাকিস্তানে পৃথক দুটি হামলার ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআইয়ের এক নেতা এবং মসজিদের এক ইমামসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। জিও নিউজ মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়ানের কাছে সোমবার অজ্ঞাত হামলাকারীরা একটি গাড়িকে লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড দিয়ে হামলা চালায়। এতে পিটিআইয়ের স্থানীয় জেলা চেয়ারম্যান আতিফ জাদুন খানসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অ্যাবোটাবাদ জেলার ল্যাংড়া এলাকার কাছে জাদুনের গাড়িতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়, যখন তিনি এবং আরও সাতজন লোক পাশের একটি গ্রামে দোয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিলেন।

পুলিশ কর্মকর্তাদের মতে, ঘটনাটি পুরানো শত্রুতার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে।

অপরদিকে মঙ্গলবার ফজরের নামাজের পর করাচির গুলিস্তান-ই-জওহারে এক আলেমকে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, মাওলানা আবদুল কাইয়ুম সুফি নামক এই আলেম গুলিস্তান-ই-জওহর ব্লক-৯-এ ফজরের নামাজের পর বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী আততায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, মাওলানা আবদুল কাইয়ুম সুফি পাকিস্তান ওলামা অ্যাসোসিয়েশনের সদস্য এবং মোহাম্মদিয়া নূরানী ইসলামিক সেন্টারের ইমাম ছিলেন।

তবে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন