০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৪:৫৩ অপরাহ্ন
সৌদি যুবরাজের সঙ্গে ফোনে কথা বললেন শি জিনপিং
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২৩
সৌদি যুবরাজের সঙ্গে ফোনে কথা বললেন শি জিনপিং

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের চলমান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। 

মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম সিসিটিভি সৌদি যুবরাজের সঙ্গে শি জিনপিংয়ের ফোনে কথা বলার খবর প্রচার করেছে।  বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সৌদি-ইরানের মধ্যকার আলাচনার বিষয়েও সমর্থন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

চলতি মাসের শুরুর দিকে বেইজিংয়ে চীনের মধ্যস্ততায় এক চুক্তিতে পৌঁছায় ইরান ও সৌদি আরব। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে উষ্ণতা ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চির বৈরী এই দুই দেশ। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্যে পৌঁছায় দেশ দুটি।

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের মধ্যে কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপরেও জোর দেন এই দুই নেতা।

শেয়ার করুন