১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৬:৩১:৩৭ পূর্বাহ্ন
রাজশাহী তাহেরপুরে মসজিদের জমি দখলে বাধা দেওয়ায় মসজিদ কমিটির সদস্যকে হত্যার চেষ্টা
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৫
রাজশাহী তাহেরপুরে মসজিদের জমি দখলে বাধা দেওয়ায় মসজিদ কমিটির সদস্যকে হত্যার চেষ্টা

রাজশাহীর তাহেরপুরে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে মসজিদের জমি দখলের চেষ্টা চালায়। এসময় মসজিদ কমিটির এক সদস্য প্রতিবাদ করলে তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তাহেরপুর পৌরসভার একটি মসজিদের পাশে জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মসজিদ কমিটির সদস্য বাধা দিলে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


স্থানীয়রা জানান, মসজিদের জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বহুবার সালিশ-বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। সর্বশেষ দখল প্রচেষ্টার ঘটনায় মসজিদ কমিটি ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


 স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুন