চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন, জাবড়ী কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন ও চৈতন্যপুর দাখিল মাদ্রাসার নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এসব একাডেমিক ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব-দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আমাদের শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে বিগত বছরগুলোতে দেশের শিক্ষাখাতে সংখ্যাগত দিক দিয়ে প্রসার ঘটেছে। দেশের বিশাল সংখ্যক তরুণ সমাজকে শিক্ষার আওতায় নিয়ে আসতে সংখ্যাগত প্রসারের এ উদ্যোগ ছিল অপরিহার্য। তবে শিক্ষার মানোন্নয়নকেই এখন সরকার সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে। এতে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।