২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৯:৩৩:২৯ অপরাহ্ন
ভৈরবে শুরু, জাতীয় সঙ্গীতে শেষ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৩
ভৈরবে শুরু, জাতীয় সঙ্গীতে শেষ

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে শুরু হওয়া ছায়ানটের বর্ষবরণ ১৪৩০–এর অনুষ্ঠান শেষ হয়েছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। 

সকাল সাড়ে ৮টার দিকে ছায়ানটের শিল্পীরা শেষ করেন এবারের আয়োজন।

শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভৈরব সুরে শুরু হয় ছায়ানটরে এবারের বর্ষবরণের আয়োজন। প্রায় আট মিনিটের এই পরিবেশনার পর শুরু হয় গানের পালা।

ছায়ানটের শতাধিক শিল্পী তাদের এই আয়োজনের মাধ্যমে নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নিয়েছেন। প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-আত্মজাগরণের সুরবাণী দিয়ে সাজানো হয় ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান।

আহির ভৈরবের পর প্রথমে সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর একক গানে ফুটিয়ে তুলছেন প্রকৃতি, মানবপ্রেম, দেশপ্রেম ও আত্মবোধনের অনুভব। গানের ফাঁকে ফাঁকে আবার কবিতা আবৃত্তিও স্থান করে নেয় এ বিশেষ অনুষ্ঠানে।

রমজান মাসের কারণে এবারের আয়োজনে অন্যান্য বারের চেয়ে মানুষের উপস্থিতি কম হলেও সকাল থেকে রমনার বটমূলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে বহু মানুষ। বর্ষবরণের এ অনুষ্ঠানমালা সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে রমনা পার্ক, বটমূল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন