২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:০৪:১৩ অপরাহ্ন
কাশ্মীরে জি-২০ বৈঠকে অটল ভারত
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
কাশ্মীরে জি-২০ বৈঠকে অটল ভারত

বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীর ও লাদাখে আগামী মাসে জি-২০’র বৈঠক করার ভারতের সিদ্ধান্তে পাকিস্তান যে আপত্তি জানিয়েছে, তা উপেক্ষা করে নিজ অবস্থানেই অটল রয়েছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজস্ব ভূখণ্ডের যে কোনো জায়গায়ই তারা অবাধে বৈঠক করতে পারে।

উভয় দেশই সমগ্র কাশ্মীরের মালিকানা দাবি করলেও প্রত্যেকে এর পৃথক পৃথক অংশ শাসন করছে।

পারমাণবিক শক্তিধর এ দুই প্রতিবেশীর মধ্যে হওয়া তিনটি যুদ্ধের দুটিই হয়েছে কাশ্মীরকে নিয়ে। ভারত এখন জি-২০’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

সেপ্টেম্বরের শুরুতে রাজধানী নয়াদিল্লিতে সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনের প্রস্তুতিও নিচ্ছে। এপি।

শেয়ার করুন