২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:৫৭:১৭ অপরাহ্ন
ভারতে ঘরোয়া লিগেও টাকা বাড়ছে
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
ভারতে ঘরোয়া লিগেও টাকা বাড়ছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপএল) বলা হয় কোটিপতি লিগ। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে খেলার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভারতসহ ক্রিকেট খেলুড়ে দেশের তারকারা। 


তবে যারা আইপিএল এবং জাতীয় দলের ক্রিকেট খেলার সুযোগ পান না তাদের জন্য রোববার বড় ধরণের ঘোষণা দিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দেশের সব প্রতিযোগিতার পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে। 


রোববার বিসিসিআইয়ের সচিব জয় শাহ টুইটারে লেখেন- আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সব প্রতিযোগিতার আর্থিক মূল্য বাড়ানো হলো। আমরা সব রকম চেষ্টা করব ভারতের ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করতে। রঞ্জিজয়ী দল পাবে ৫ কোটি টাকা (আগে ছিল ২ কোটি টাকা)। মেয়েদের এক দিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লাখ টাকা (আগে ছিল ৬ লাখ টাকা)।


রঞ্জিতে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি, আগে ছিল ২ কোটি। 

রানার্সআপ দল পাবে ৩ কোটি, আগে ছিল ১ কোটি। 

সেমিফাইনালে উঠা দল পাবে ১ কোটি, আগে ছিল ৫০ লাখ। 


ইরানি কাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, আগে ছিল ২৫ লাখ। রানার্সআপ দল পাবে ২৫ লাখ, আগে কিছুই পেত না। 


দিলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি, আগে ছিল ৪০ লাখ। রানার্সআপ দল পাবে ৫০ লাখ, আগে ছিল ২০ লাখ। 


বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি, আগে ছিল ৩০ লাখ। রানার্সআপ দল পাবে ৫০ লাখ, আগে ছিল ১৫ লাখ।


দেওধর ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ, আগে ছিল ২৫ লাখ। রানার্সআপ দল পাবে ২০ লাখ, আগে ছিল ১৫ লাখ। 


সৈয়দ মুস্তাক আলি ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ৮০ লাখ, আগে ছিল ২৫ লাখ। রানার্সআপ দল পাবে ৪০ লাখ, আগে ছিল ১০ লাখ। 


মেয়েদের ওয়ানডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, আগে ছিল ৬ লাখ। রানার্সআপ দল পাবে ২৫ লাখ, আগে ছিল ৩ লাখ। 


মেয়েদের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ, আগে ছিল ৫ লাখ। রানার্সআপ দল পাবে ২০ লাখ, আগে ছিল ৩ লাখ। 

শেয়ার করুন