২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:২৫:২৯ অপরাহ্ন
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সদস্য গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৩
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রোববার দিবাগত রাত তিনটার দিকে মহানগীর বালিয়াপকুর এলাকার ফিরোজ আহমেদ এর মালিকানাধীন বাড়ি সায়েরা ভিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার চাড়াতা বিশ্রামপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে মামুন অর রশিদ (২৭)।

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজশাহী বিভাগীয় অফিস জানান, কিছুদিন যাবত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সক্রিয় সদস্যরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যাসহ দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদী, জননিরাপত্তা বিঘ্ন করার জনমতে ত্রাস ও আতংক সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষন, পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহনের জন্য নিয়মিতভাবে গোপনে একত্রিত হয়ে এবং রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হিজবুত তাহরির এর পক্ষে রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত পোস্টারিং করছে বলে তথ্য পাই।

সেই তথ্যের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী বিভাগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় অভিযান চালিয়ে মামুন অর রশিদকে গ্রেপ্তার করে।

এই সময় সেখান থেকে আরো ৬-৭ জন সহযোগী দ্রুত পালিয়ে যায়। ওই বাড়ী থেকে সংগঠনের কাজে ব্যবহৃত প্রিন্টারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এই বিষয়ে বোয়ালিয়া মডেল থানাও ৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধো মামলা দায়ের করা হয়েছে বলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (ওসি) আফজাল হোসেন তা নিশ্চিত করেন ।

শেয়ার করুন