১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:২৬:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশ একইসূত্রে গাঁথা
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২১
বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশ একইসূত্রে গাঁথা ফাইল ছবি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে লিখেছেন, ‘পরিত্রাণ কর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র্য লাঞ্ছিত কুটিরের মধ্যে; অপেক্ষা করে থাকব, সভ্যতার দৈববানী সে নিয়ে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে শোনাবে এই পূর্বদিগন্ত থেকেই।’ কবিগুরুর সেই পরিত্রাণ কর্তা হয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবির্ভূত হয়েছিলেন এই ভূখণ্ডে। ১৯২০ সালের ১৭ মার্চ মধুমতির তীরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। যার জন্ম না হলে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। যার হাত ধরে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রামের পরিক্রমায় ২৪ বছরের পাকিস্তানি শাসকদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে এনেছিলেন একটি লাল সবুজের পতাকা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতির সেই মহান নেতার ১০১তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।

শেয়ার করুন