২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৯:৩৩:১৪ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৪
রাজশাহীর বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় নিখোঁজের একদিন পর তুলসীপুর গ্রামের কৃষিশ্রমিক আনিসুর রহমানের (৪২) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে মনিগ্রাম গ্রামের এক আমবাগানে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।


পরিবার সূত্রে জানা যায়, আনিসুর শুক্রবার বিকেলে মনিগ্রাম বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। সকালে আমবাগানে তার লাশ পাওয়া গেলে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।


নিহতের স্ত্রী পারভীন খাতুন জানান, তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে আল্পনা খাতুন বাবা-মায়ের সঙ্গেই থাকেন। ছোট মেয়ে মদিনা খাতুনের বয়স সাত এবং ছেলে সোহাগ হোসেনের বয়স মাত্র এক বছর। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "এখন সন্তানদের নিয়ে কীভাবে দিন কাটাবো, বুঝতে পারছি না।"


বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, আনিসুর একজন সহজ-সরল মানুষ ছিলেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কেন তাকে এভাবে হত্যা করা হলো, তা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহীর বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







শেয়ার করুন