০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৮:৩৫ অপরাহ্ন
মেয়র প্রার্থী লিটনের পক্ষে নেতৃবৃন্দের বিভিন্নস্থানে প্রচারণা
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৩
মেয়র প্রার্থী লিটনের পক্ষে নেতৃবৃন্দের বিভিন্নস্থানে প্রচারণা

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার বিকাল ৫টায় শিরোইল কাঁচা বাজার মার্কেটের তৃতীয় তলায় ২১ ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

সভায় সভাপতিত্ব করেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হক বাবলু। সভায় আরো বক্তব্য রাখেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

এদিকে, “উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরী জুড়ে প্রচার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর:
জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান এঁর নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন সরকারি দপ্তর জনতা ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে রাজশাহীর দৃশ্যমান উন্নয়নের কথা বলে সম্বলিত লিফলেট বিতরণ করেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আবু সেলিম, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি মোতাহার হোসেন বলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুল্লাহ্, জয়েদ হোসেন, অর্থ সম্পাদক আফজাল, সহ অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম সম্পাদক রুবেল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেজবাউল হক, প্রচার সম্পাদক আকতার আলী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, রেলের শ্রমিক লীগ সদর দপ্তর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার দপ্তর সম্পাদক সত্যব্রত ইসলাম (হৃদয়), রূপালী ব্যাংক সিবিএর রাজশাহীর সাধারণ সম্পাদক রুবেল সহ অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা:
রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী শাখার রেলওয়ে ইলেকট্রিক বিভাগে মতবিনিময় সভা আজ মঙ্গলবার সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হয়। সভা শেষে লিফলেট বিতরণ ও প্রচারণা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, অতি: সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, সহ-সভাপতি মান্নান বাবু, যুগ্ম সাধারণ হবি, আরিফুল, প্রচার সম্পাদক রাজু, আরবিআর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার সহ সম্পাদক সাদিকুল আইন সম্পাদক রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন