২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৩৯:৪২ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভা
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২৩
গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভা

রাজশাহীর গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি ও পেশাদারদের সাথে আরটিআই মডারেটর এবং উৎসাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে রিসার্চ ইনিশেয়েটিভস বাংলাদেশ (রিইব) আয়োজনে ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি নিডের সহযোগিতায় উপজেলা মডরেটর আলমগীর কবির তোতার সভাপতিত্বে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভুমি সবুজ হাসান।

বিশেষ অতিথি ছিলেন, রিইবের ফিল্ড সুপারভাইজার আনজু আকতার, জাতীয় আদিবাসী পরিষদ সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, গোদাগাড়ী পৌরসভার ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২য় প্যানেল মেয়র ফজিলেতুননেসা সীমা, ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস বুন্নী, ৩নং মহিলা কাউন্সিলর জাহানারা বেগম লাকী প্রমূখ।

তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি ও পেশাদারদের সাথে আরটিআই মডারেটর এবং উৎসাহী সভাটি সঞ্চালনা করেন লিপি টুডু।

সভায় বক্তারা বলেন, তথ্য জনগণকে জানাতে হবে, জনগণের এসব অধিকারের তথ্য দেওয়া বাধ্যতামূলক।

তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ, অরক্ষিত ও প্রান্তিক জনগণের ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করে তাদের প্রকৃত উন্নয়ন ঘটানো সম্ভব।

শেয়ার করুন