২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১০:০১:০০ অপরাহ্ন
শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মেহরাব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মেহরাব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মেহরাব আলী ইন্তেকাল করেছেন। 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বুধবার সকাল ১১টার দিকে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিশিপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) সৈকত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজান ও বীরমুক্তিযোদ্ধা সন্তান এসএম আল আমিন জুয়েলসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।


শেয়ার করুন