০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০৬:৩৭:২৪ অপরাহ্ন
আফগানিস্তানে ভূমিকম্পে ২০ জনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৫
আফগানিস্তানে ভূমিকম্পে ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন। নাঙ্গারহার ও কুনার প্রদেশে আহত অন্তত ১১৫ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে (১৯:১৭ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ৮ কিলোমিটার (৫ মাইল) গভীরে।


এরপর অন্তত তিনটি আফটারশক রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে (প্রায় ২০০ কিলোমিটার দূরে) এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও (প্রায় ৪০০ কিলোমিটার দূরে) অনুভূত হয়।


প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এবং সেখানে বসতবাড়িগুলো সাধারণত ভূমিকম্প-প্রতিরোধী নয়।


শেয়ার করুন