২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:১৮:০৮ পূর্বাহ্ন
পোস্টারও নেই তিন প্রার্থীর, মাঠে একাই খায়রুজ্জামান লিটন
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২৩
পোস্টারও নেই তিন প্রার্থীর, মাঠে একাই খায়রুজ্জামান লিটন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে পাঁচ দিন আগে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ছাড়া অন্য তিন মেয়র প্রার্থীর কোনো পোস্টারই নেই শহরে। তাঁরা নিজেরাই পোস্টার সাঁটাননি। কিছু সমর্থক নিয়ে এক বেলা করে পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে পরিচিত হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি পাড়া-মহল্লা আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটনের পোস্টার, ফেস্টুন ও লিফলেটে ছেয়ে গেছে। ৩০টি ওয়ার্ডেই লিটন এবং ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীদের পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমেও লিটনের প্রচার চলছে জোরেশোরে।

সেই তুলনায় ঢিমেতালে চলছে অন্য তিন প্রার্থীর প্রচার। এখন পর্যন্ত পোস্টার দেখা যাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পোস্টার এখনো লাগানো হয়নি। পোস্টার তৈরির কাজ চলছে। আর কয়েক দিনের মধ্যে পোস্টার দেখতে পাবেন ইনশা আল্লাহ।’

জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার বলেন, ‘চাইলে এখনই পোস্টার দিতে পারতাম। কিন্তু পোস্টার দিয়ে মানুষের মনে পৌঁছানো যায় না। আমাদের মূল লক্ষ্য মানুষের ভালোবাসা অর্জন করা। তবে আমাদেরও পোস্টার আসবে সামনে।’

জানতে চাইলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের পোস্টার হয়ে গেছে। সাঁটানোর জন্য দলের এক নেতাকে দেওয়া হয়েছে। দ্রুতই হয়ে যাবে।’

এদিকে গতকাল গণসংযোগকালে খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহীতে কর্মের জায়গা খুবই কম। তাই কর্মের জায়গা তৈরি করতে চাই। বেকারদের জন্য কিছু করা নৈতিক দায়িত্ব।’

শেয়ার করুন